Mindchain Review | Episode 01 | Legit Project | Very Powerful


প্রিয় দর্শক Assalamualaikum.

আসা করি ভাল আছেন!


আজকে আপনাদের সাথে Strong একটি প্রজেক্ট

শেয়ার করবো যেখানে কাজ করলে ফিউচারে প্রত্যেকের ভালো একটা প্রফিট হবে। ইনশাল্লাহ ✅


আগেই বলে রাখি

এটা কোনো ফ্রি মাইনিং প্রজেক্ট না!


আমরা সবাই চাই

যে প্রজেক্টে কাজ করব?

সেখানে ভালো কিছু পাবো

এই নিয়তে কাজ করি!


কিন্তু তার পরেও আমরা অনেক ভাবে

Scam এর শিকার হয়ে থাকি।


আজকে এমন একটি প্রজেক্ট নিয়ে কথা বলবো

যেখানে আপনি Scam শব্দ মুখে আনতে পারবেন না।


অনেকেই অবাক হচ্ছেন!

হ্যা ভাই সত্যি বলছি!


প্রজেক্ট নাম Mindchain


আমি যদি Mindchain সম্পর্কে

সম্পূর্ণ বিষয় খুলে বলি

সত্যি বলছি ভাই

আপনার হুঁশ উরে যাবে।


না! ভাই

আমি ঐ হুঁশ উরে যাওয়ার কথা বলছি না!


আপনি চিন্তায় পড়ে যাবেন

আর মনে মনে ভাববেন

কখন এই প্রজেক্টের সাথে

কাজ শুরু করবেন।


আমি পার্ট বাই পার্ট Post দিব

যা তে আপনার কাজ করতে সুবিধা হয়।


আজকের পোস্টে Basic কিছু ধারণা দিব

যেমন:


Mindchain কি?

কিভাবে Mindchain এ একাউন্ট করবেন?

কিভাবে Mind কয়েন Purchase করবেন।


চলুন শুরু করা যাক 😎


Mindchain কি?

Mindchain মূলত একটি ইকো প্রজেক্ট এবং নিজেশ্ব Blockchain রয়েছে নেটওয়ার্ক Mind-20

Mindchain Ecosystem টা হলো Ethereum এর EVM Protocol এর শ্যামঞ্জস্যপূর্ণ। তার মানে

Mindchain এর Dapps Wallet এর মাধ্যমেও

ইথারিয়াম বা ইথারিয়ামের অন্যান্য প্রডাক্ট বাই সেল করতে পারবেন। এবং তারা ইউজ করছে PoSA অর্থাৎ, proof of staking authority আর এই জন্য তাদের নিজস্ব গভর্নেন্স বডিতে Validator রয়েছে!


যাদের মাধ্যমে Staking গুলো পরিচালিত হয়

শুধু তাই নয় 1000 Validator পর্যন্ত

নিয়োগ নেওয়া হবে Mindchain এ!


তাদের Native Coin হবে Mind কয়েন

তাদের Stable Coin ও রয়েছে যেমন MUSD


Mind সর্ব বৃহৎ একটি কমিউনিটি গঠন করেছে

যেখানে হাজারো এনালিস্ট এবং ইনভেস্টর রয়েছে


2022 সালে Mind Mainnet নিয়ে

ব্যপোক আলওরন সৃষ্টি হয়েছিল!


Mind Mainnet এর কাজ প্রায় শেষ পর্যায়ে আছে

সেই সাথে 2023 এর শেষের দিকে

অথবা জানুয়ারি 2024 এ আমরা পেয়ে যাব!


Mindchain এর নিজেশ্ব Daps ওয়ালেট ও Exchanger!


তা ছাড়া অন্যান্য কয়েন বা টোকেনও

এই Mindchain এর মাধ্যমে পা রাখবে!

তাদের আবার NFT ও থাকবে!


চলুন এবার জেনে নেওয়া যাক 😎

কিভাবে Mindchain এ একাউন্ট করবেন?


Today Offer Link ক্লিক করুন

টেলিগ্রাম পোস্টে নিয়ে আসবে।

Create Account লিংকে ক্লিক করুন

সাইনাপ পেইজ ওপেন হবে


প্রথমে ইউজার নাম দিন

এরপর Sponsor বক্স ফাঁকা থাকলে

টেলিগ্রাম পোস্ট থেকে কোড কপি করে বসাবেন

এরপর আপনার জিমেইল দিন

এবার Strong পাসওয়ার্ড দিন

একই পাসওয়ার্ড আবার দিন

I agree এখানে টিক চিহ্ন দিন

এবার Sing Up এ ক্লিক করুন

সম্পন্ন হলে Success মেসেজ পাবেন Ok করুন

আপনাকে লগিন করতে বলবে লগিন করুন

Click Here এ ক্লিক করুন

জিমেইলে একটা মেইল যাবে 

Verify Email Click করুন

পুনরায় আবার লগিন করতে বলবে গিন করুন

আসা করছি আপনার লগিন সম্পন্ন হয়েছে।


চলুন এবার জেনে নেওয়া যাক 😎

কিভাবে Mind কয়েন Purchase করবেন?


কলিজার ভাই ও বোনেরা আপনাদের

সুবর্ন সুযোগ রয়েছে কয়েন কিনার জন্য!


আপনি আমাদের থেকে Instant কয়েন নিতে পারবেন! যেহেতু কম্পানি এখনো Initial Coin Offering রেখেছে, আর মাত্র এক থেকে তিন মাস সময় পাবেন এরমধ্যে নিজেশ্ব Exchanger চলে আসবে তখন হয়তো এই Price এ আর পাবেন না!


আপনি মিনিমাম একশো Mind কয়েন Purchase করবেন তাহলে Staking করতে পারবেন ৩ মাস, ৬ মাস, ১ বছর, ২ বছর অথবা ৫ বছরের জন্য Extra Reward নিতে পারবেন। Staking কতদিন করবেন তার উপর ভিত্তি করে APY ধরা হবে!


একশো কয়েন এর কম Purchase করলে

শুধু হোল্ড করতে পারবেন।


বর্তমানে একশো Mind কয়েন ২০০০/২২০০

টাকায় পেয়ে যাবেন প্রতি কয়েনের মূল্য দাঁড়াচ্ছে ২০/২২ টাকা! তিন মাস থেকে ছয় মাস পর যার মূল্য দাঁড়াবে $১ সমপরিমাণ বা এর বেশি হতে পারে।


আমি Suggest করবো এখানে ভালো কিছু পেতে চাইলে কমপক্ষে ২০২৫ সাল পর্যন্ত Staking করেন

অর্থাৎ মিনিমাম দুই বছরের জন্য। ধারনা করা হচ্ছে ২০২৫ সালে একটা Mind কয়েন এর Value দাঁড়াতে পারে $২০ পর্যন্ত সুতরাং এই Opportunity কেউ মিস করবেন না।


Simple একটা হিসাব করেন

তিন থেকে ছয় মাস পর একটা কয়েন যদি

$1 হিট করে 100 Coin মাত্র 100 ডলার হবে!


আর যদি দুই বছর হোল্ড বা Staking করেন

তখন একটা কয়েন যদি $10/$20 হিট করে

$1000/$2000 পর্যন্ত পেতে পারেন!

ভাই এগুলো মিথ্যা নয়! Crypto এমনি।


আগামী পর্বে কথা বলবো 

কিভাবে KYC Complete করবেন?

সেই সাথে থাকবে Toconomics এবং Roadmap!


আজকের মত বিদায় নিচ্ছি

ফিরে যাওয়ার আগে বলছি

আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন রাখুন।


সেই সাথে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে ভুলবেন না! ধন্যবাদ 👍


More Information:


Join Our twitter:

https://twitter.com/MindChain1

Join Our telegram: https://t.me/mindchainmind


#Mindchain #Mind20 #MUSD #MIND




Post a Comment

1 Comments

Emoji
(y)
:)
:(
hihi
:-)
:D
=D
:-d
;(
;-(
@-)
:P
:o
:>)
(o)
:p
(p)
:-s
(m)
8-)
:-t
:-b
b-(
:-#
=p~
x-)
(k)